• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘বিএফইউজে’র নির্বাচনে বাধা নেই’

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১৭:৩৮

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি নির্বাচনের কার্যক্রম স্থগিত সংক্রান্ত চট্টগ্রাম শ্রম আদালতের দেয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে বিচারপ্রতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেয়ায় শুক্রবার বিএফইউজের নির্বাচন হতে আর কোনো বাধা নেই।

বিএফইউজে’র আইনজীবী এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, তিনমাসের জন্য চট্টগ্রাম শ্রম আদালতের আদেশ স্থগিত করা হয়েছে।

২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের সভাপতি পদে নির্বাচিত হওয়া আলতাফ মাহমুদ চলতি বছরের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এজন্য সংগঠনটির শূন্য হওয়া পদে উপ-নির্বাচনের জন্য গত ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২৯ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

ভোটার তালিকায় কক্সবাজারের ১০ জন সাংবাদিকের নাম বাদ পড়ায় উপনির্বাচন স্থগিত চেয়ে জেলার দুই সাংবাদিক মোরশেদ রহমান ও সাঈদ আলমগীর আবেদন করেন। ২০১৫ সালের ২৪ নভেম্বর করা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণের মাত্র ৫ দিন আগে চট্টগ্রামের শ্রম আদালত-১ এর চেয়ারম্যান কাজী শাহিনা নিগার নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।

আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের বুধবার (২৭ জুলাই) হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দিলো।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh