• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতির সংলাপ : রাতে সিনিয়র নেতাদের ডেকেছেন খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:২১

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আলোচনার বিষয় ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।

আসছে ১৮ ডিসেম্বর রোববার নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। বঙ্গভবনে বিকেল সাড়ে ৪টায় ইসি গঠনে খালেদার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রের অভিভাবক।

এর আগে ৫ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসনের ১৩ দফা প্রস্তাবনা রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দেন।

এর ছয়দিন পর ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির প্রেস সচিব নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয় নিশ্চিত করেন।

আসছে ১৮ ডিসেম্বর রোববার বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাসদের সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh