• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পর্ক ছিল’

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১৬:০২

গুলশান-শোলাকিয়ার ঘটনা বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের ধারাবাহিক হত্যাযজ্ঞ দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গেও তাদের সম্পর্ক ছিল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আইডিইবি ভবনে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। আমরা যুদ্ধের মধ্যে আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে এ যুদ্ধে জিততে হলে আমাদের জঙ্গিদের দোসরদেরও দমন করতে হবে।

তিনি বলেন, যুদ্ধের বিধান হচ্ছে শত্রুকে খতম করা। আমরা তাই করছি। এর বাইরে আর কোনো আলোচনা থাকতে পারে না। আমরা যদি জঙ্গিদের বিরুদ্ধে এ যুদ্ধে জিততে চাই তাহলে এখনি আমাদের কৌশল ঠিক করতে হবে।

বিএনপি নেত্রী দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় দাবি করে ইনু বলেন, জঙ্গিদের বন্ধু খালেদাকে পরাভূত করতেই আমাদের এক হতে হবে।

সংগঠনের সভাপতি ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু সভায় বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh