• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘এখনকার বাংলাদেশ, সত্যিই ডিজিটাল বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১৫:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এখন একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে চলেছে। অথচ দেশকে যখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেই তখন ডিজিটাল বলে টিজ করা হতো।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের আগে ডিজিটাল বলে কিছুই ছিলো না। আমরা ক্ষমতায় আসার পর তথ্য-প্রযুক্তির দিকে নজর দেই। আগে কেউ কম্পিউটার চলাতে পারতো না। দামও ছিলো আকাশচুম্বী। আর এখন প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করতে পারেন। এখনকার বাংলাদেশ, সত্যিই ডিজিটাল বাংলাদেশ। এখন ইউনিয়নে বসে সারা বিশ্বের খবর নেওয়া যায়।

শেখ হাসিনা বলেন, আমাদের নির্বাচনী মেনিফেস্টোর অন্যতম অঙ্গীকার ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন। ‘ডিজিটাল বাংলাদেশ’ শব্দটি আমার ছেলে জয়ই উপহার দিয়েছে। তারই পরামর্শে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ শুরু করি। এটি এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা।

তিনি বলেন, আমরা সারাদেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করেছি। এখান থেকে ২০০ প্রকার ই-সেবা দেওয়া হচ্ছে। তথ্য-প্রযুক্তি খাতে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। দেশের সকল উপজেলায় অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি চালু করা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ দ্রুত ও সহজতর হয়েছে। দেশের ৯৯ ভাগ এলাকা এখন মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ৪-জি প্রযুক্তিও অচিরেই চালু করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিতে আমাদের আরো বেশি দক্ষতা বাড়াতে হবে। সেই দক্ষতা বাড়ানোর জন্য আমরা দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন, ‘প্রতিটি স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে দেশের জন্য নতুন করে ভাবতে হবে। সেবা প্রদানের নতুন কৌশল ও পদ্ধতি উদ্ভাবন করতে হবে। মানুষ আমাদের কাছে আসবে না। আমাদেরই মানুষের কাছে গিয়ে সেবা দিতে হবে।’

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh