• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘অপারেশন স্টর্ম-২৬’ ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১১:৪০

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম-২৬ ঘটনায় মামলা করেছে পুলিশ। মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে বুধবার রাতে এই মামলা দায়ের করা হয়।

অভিযানে নিহত নয়জন ও আহত একজনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে।

এদিকে, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে নিহত ৯ জঙ্গিদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

এছাড়া তথ্য গোপন করায় তাজ মঞ্জিল (জাহাজ বাড়ি) মালিকের স্ত্রী মমতাজ পারভিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. বজলুর রহমান জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পারভিনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা এই ভবনের জঙ্গি আস্তানায় পুলিশের অপারেশন স্টর্ম-২৬ অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh