• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘ডিবিসিসিআই সভাপতির লাশ পাওয়া বিচ্ছিন্ন ঘটনা’

অনলাইন ডেস্ক
  ২৭ জুলাই ২০১৬, ১৮:১০

মঙ্গলবার বুড়িগঙ্গায় নিঁখোজ ডাচ্‌-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মোঃ হাসান খালেদের লাশ পাওয়াকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘হাসানের ঘটনায় দুঃখিত। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে।’

জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেক জেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন করছে।’

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিদ্যমান উল্লেখ করে জেলা পর্যায়ে বহুধাপ বিপণন (এমএলএম) কার্যক্রম যাতে কেউ নতুন করে করতে না পারে, সে জন্য প্রশাসকদের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, রপ্তানির জন্য প্রত্যেক জেলায় একটি পণ্য নির্দিষ্ট করতে হবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh