• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা ইস্যু মানবিকতার সঙ্গে দেখা হচ্ছে : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:০২

বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মানবিক কারণে খাবার ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি।

এসময় স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ঘটনারোধে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে।

বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের দ্বিতীয় দিন শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর পর্ব শুরু করেন।

৮৮ নম্বর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি যতোটা সম্ভব মানবিকতার সঙ্গে দেখা হচ্ছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে নোয়াখলীসহ দেশের বিভিন্ন এলাকার উন্নয়নে নেয়া নানা প্রকল্পের কথা জানান পরিকল্পনামন্ত্রী।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগুন সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

এম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh