• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আশ্রয় না দিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়া হচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৬, ২০:২০

নিজ দেশে গুমখুন করা সরকার মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাইবে না, এটাই স্বাভাবিক। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বললেন, ‘আওয়ামী লীগ নিজ দেশে গুমখুন, অপহরণ ও মানুষকে অত্যাচারে ব্যস্ত। তাই মিয়ানমারের নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে না।’

তিনি বলেন, ‘জাতিসংঘ, ওআইসি, শক্তিমান দেশগুলো চাইলেই মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে সে দেশের সরকারকে চাপ দিতে পারে। কিন্তু তারাও সেটা না করে নির্বাকের ভূমিকা পালন করছে।’

বিএনপির এ নেতা আরো বলেন, ‘মিয়ানমারের নির্যাতিত মুসলিমরা নিজ দেশে আশ্রয় না পেয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। অথচ সরকার মানবিক দিক বিবেচনা না করে তাদের ফিরিয়ে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে। বাংলাদেশ সরকার তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে মিয়ানমারকে কূটনৈতিক চাপ দিতে পারে।’

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh