• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওজনে কম দিলে জেল-জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৮, ২০:২৯

ওজন ও পরিমাপ মানদণ্ড অধ্যাদেশ ১৯৮২ রহিত করে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। আইনে ওজনে কম দিলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

বিলে অনুমোদিত মানদণ্ড লংঘনে অন্যূন ১ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা এবং অনূর্ধ্ব ৩ বছর ও ৫ লাখ টাকা জরিমানাসহ অপরাধ ভেদে বিভিন্ন মেয়াদে দণ্ড বিধান করা হয়েছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে আন্তর্জাতিক পদ্ধতির একক হিসেবে পরিচিত এককসমূহ সমগ্র বাংলাদেশে ওজন বা পরিমাপন যন্ত্রের মানদণ্ডের মানদণ্ড একক হিসেবে ব্যবহারের বিধান করা হয়েছে।