• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্যারিস্টার মঈনুলের কাছে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে উকিল নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৮, ১৭:৩০

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু সোমবার (২২ অক্টোবর) সকালে মাসুদা ভাট্টির কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি চ্যানেল একাত্তরের একটি টকশোতে মাসুদা ভাট্টি ব্যারিস্টার মঈনুল হোসেনকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রশ্নের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন। তাই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মাসুদা ভাট্টিকে ক্ষমা চাইতে হবে। না হলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে।

মাসুদা ভাট্টির এমন প্রশ্নের মাধ্যমে ব্যারিস্টর মঈনুল হোসেনের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে গণ্য হবে না এবং মাসুদা বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে নোটিশে।