• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তিতাসের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৮, ১৬:৫৪

দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পাঁচজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তিতাসের দুর্নীতি অনুসন্ধানকারী পেট্রো বাংলার সুপারিশে আজ মঙ্গলবার তাদের বরখাস্ত করা হয়।

তিতাসের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোস্তফা আরটিভি অনলাইনকে বলেন, আর্থিক লেনদেনে অনিয়মের কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।এদের মধ্যে হিসাব (অ্যাকাউন্ট) বিভাগের তিনজন ও টেকনিক্যাল বিভাগের দুইজন রয়েছেন।

হিসাব গরমিলের অভিযোগে অভিযুক্তরা হলেন— তিতাসের হিসাব বিভাগের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির খান, উপ-ব্যবস্থাপক নাজমুল হক (বেতন ও তহবিল বিভাগ) এবং উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রশিদ।

আর গ্যাস কারচুপির অভিযোগে অভিযুক্তরা হলেন— মিটারিং ও ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মহিদুর রহমান এবং পাইপলাইন নির্মাণ বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা খান।

আরও পড়ুন :

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh