• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিজিটাল আইন সংশোধনের দাবি নিয়ে মানববন্ধনে সম্পাদকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৮, ১২:০০
ছবি-সংগৃহীত

সদ্য কার্যকর হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন’র নয়টি ধারা সংশোধনের দাবিতে রাস্তায় নেমেছেন দেশের পত্রিকাগুলোর সম্পাদকরা।

সোমবার সকালে (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্পাদক পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচিতে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যে নয়টি ধারা নিয়ে আমরা কথা বলছি, তা অবশ্যই সংশোধন করতে হবে। চলতি জাতীয় সংসদের শেষ অধিবেশনেই এটি সংশোধন করতে হবে।

এর আগে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫,২৮, ২৯,৩১, ৩২,৪৩ ও ৫৩ ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা ২১ অক্টোবর শুরু হওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনে সংশোধনের দাবি জানান সম্পাদক পরিষদ।

পরিষদ বলছে, এই ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে।

আইনটি সংশোধনের দাবিতে পূর্ব ঘোষণা দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মানববন্ধন করছে পরিষদ।

এর আগে মানববন্ধনের ঘোষণা দিলেও তথ্যমন্ত্রীর অনুরোধে ও আলোচনার প্রস্তাবে মানববন্ধন স্থগিত রেখেছিলেন তারা।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি উরাংয়ের মৃত্যু : ডেইলি স্টার সম্পাদককে খোলা চিঠি
শিশুর মানবাধিকার কি ডেইলি স্টারে থেমে গেছে?
রাবিতে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের সস্ত্রীক বিচার দাবি
সাংবাদিক আশফাকের বাসার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় যত প্রশ্ন
X
Fresh