• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাসে শ্লীলতাহানি, যুবককে পেটালেন কলেজছাত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৮, ১৪:৫২

রাজধানীর ফার্মগেটে বাসে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ বৃহস্পতিবার সকালে ওই মারপিটের ভিডিও ফেসবুকে পোস্ট করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, বাস যাত্রীদের মধ্যে একজনকে চুল ধরে চড়-থাপ্পড় মারছেন কলেজড্রেস পরিহিত একটি মেয়ে।

এসময় তিনি বলছেন, তোরে আমি মাইরায় ফেলবো। পোলাপাইন ডেকে এনে মারবো, তুই এখন আমার কলেজের সামনে। এসময় বাসে লোকজন ওই লোকটাকে মেয়ের কাছে সরি বলতে বললে, ওই ছাত্রী জানায়, সরি আবার কী? সরি কিসের?

এসময় ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ওই যুবক বলছেন, আপনার গায়ে হাত গিয়েছে আপনি একবারো বলেছেন? জবাবে কলেজ ছাত্রী বলেন, আপনি গাড়িতে বসে লুচ্চামি করবেন, আর আমি আপনাকে বলবো।

এ সময় তরুণীটিকে বাসে থাকা লোকজন বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। পরে ওই যুবককে উদ্দেশ্যে করে ছাত্রী বলেন, রাস্তাঘাটে মেয়েদের গায়ে হাত যাবে কেন। এ ঘটনার পর ওই যুবককে বাস থেকে নামিয়ে দেয়া হয়।

এদিকে এ ভিডিও নিয়ে অনেকেই গনমাধ্যমে মেয়েটির সাহস ও প্রতিবাদের প্রসংশা করেন।

তাহমিনা কাদের তন্নী নামে একজন লিখেছেন, অনেক ভার্সিটি পড়ুয়া মেয়েরও এইরকম সাহস থাকে না। আমি নিজে হলেই কি করতাম শুধু কানতাম আর মন খারাপ করে থাকতাম! বাট অলওয়েজ মাথার ভেতরে ঘুরপাক করতো এই ঘটনা। নিরবে সহ্য করা যায়। কিন্তু মাত্র স্কুল পড়ুয়া একটা মেয়ের এইরকম সাহস আসলেই প্রশংসার দাবিদার।

রিয়া ইমরিয়া নামে একজন লিখেছেন, সরকারের কাছে আনুরোধ করছি মহিলাদের জন্য যেন আলাদা বাস নামায়।

রফিকুল ইসলাম নামের একজন কমেন্ট করেন, প্রত্যেকটা মেয়ের উচিত এমনভাবে প্রতিবাদ করা কিন্তু অবশ্যই নিশ্চিত হয়ে যে এই লোকটাই তাকে উত্যক্ত করেছে। একজনের দোষ অন্যজনের ঘাড়ে যেন না চাপে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
X
Fresh