• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সংসদে ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৬, ২০:৫৮

সংসদ সদস্যদের সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে মন্ত্রিসভায় সমালোচনার পর সন্ধ্যায় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন ইনু।

তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে সংসদ সদস্যরা তাতে সম্মত না হয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

তখন তথ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি গণমাধ্যমে আমার বরাত দিয়ে যে বক্তব্য এসেছে তা ছিলো অনভিপ্রেত। সেজন্য আমি ক্ষমা চাইছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

প্রথমে এমপিদের দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী তার বক্তব্যের ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। ক্ষমা না চাওয়ায় হৈ চৈ শুরু করেন এমপিরা। এসময় জাতীয় পার্টির আবু হোসেন বাবলা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুঃখ প্রকাশ করলে হবে না, তথ্যমন্ত্রী নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে, নইলে আমরা শান্ত হব না।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার রাজধানীর শেরেবাংলা নগরে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট ২০১৬’শীর্ষক সম্মেলনে বলেন, ‘দরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিআর ও কাবিখার অর্ধেকই এমপিদের পকেটে যায়।’

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh