• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার সবচেয়ে বেশি বাংলাদেশে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ অক্টোবর ২০১৮, ১৭:৩৬

বিশ্বের সব দেশ মিলিয়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাস। এই প্রতিবেদন বলছে, বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার ৮০ হাজার ৩৮৩ শতাংশ।

এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। এ তালিকার শীর্ষে রয়েছে চীন। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাসের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাসের হিসাব বলছে, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখের বেশি। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৮ কোটি ৪ লাখ ৮৩ হাজার। এর আগে ২০০০ সালে ১৩ কোটি ১৫ লাখ জনসংখ্যার বিপরীতে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র ১ লাখ। অর্থাৎ ১৭ বছরে ৩ কোটি মানুষ বাড়লেও ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৮ কোটিরও বেশি।

ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির দিক থেকে বাংলাদেশের পরেই আছে নাইজেরিয়া। দেশটির ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার ৪৯ হাজার ৯৫ শতাংশ। অন্যদিকে ৩১ হাজার ৯০০ শতাংশ বৃদ্ধির হার নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে চীনে। দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৭৭ কোটি ২০ লাখ। চীনের ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার ৩ হাজার ৩৩১ শতাংশ।

আরও পড়ুন :

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
বিঘ্ন হচ্ছে ইন্টারনেট সেবা
নেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
X
Fresh