• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ নেই’

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৬, ১৯:১৫

‘সিঙ্গাপুরে টাকা তারেক রহমান নয় মামুন পাঠিয়েছে, মামুনের সঙ্গে তারেক রহমানের কোন সম্পর্ক নেই’ বিএনপি আইনজীবীদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আইনজীবীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘তারেক রহমান কি মামুনের বোন জামাই? যে উনি (তারেক) মামুনের ক্রেডিট কার্ড দিয়ে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করেছে? বাংলাদেশের মানুষ কি বোকা? একজনের কার্ড দিয়ে টাকা খরচ করছে, আবার বলছে তার সঙ্গে কোন সম্পর্ক নেই। ‘শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ নেই।’

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেওয়া রায় রাজনৈতিক ভাবে মোকাবেলা করার হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, ‘রাজনৈতিক ভাবে মোকাবেলা করার নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে দেশের মানুষ বরদাশত করবে না।’

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh