• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাবেক অধ্যক্ষকে ফেরাতে আন্দোলনে ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ অক্টোবর ২০১৮, ১৭:৫০
ঢাকা ডেন্টাল কলেজের ভেতর থেকে তালা বন্ধ করে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন

ঢাকা ডেন্টাল কলেজে অধ্যক্ষ রদবদল হওয়া নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আবুল কালাম বেপারীকে ফিরিয়ে আনার জন্য একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবারও তাদের এই আন্দোলন চলে। ঢাকা ডেন্টাল কলেজের ভেতর থেকে তালা বন্ধ করে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন।‘আগের অধ্যক্ষকে ফিরিয়ে আনতে হবে, নতুন অধ্যক্ষকে প্রবেশ করতে দেয়া হবে না’বলে তারা স্লোগান দিচ্ছেন।

ঢাকা ডেন্টাল কলেজের এক শিক্ষার্থী মারুফ হাসান আরটিভি অনলাইনকে বলেন, নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির কলেজে এলেও মেইন গেট তালা বন্ধ থাকায় তিনি ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হন।

কলেজ সূত্রে জানা যায়, পরে মেইন গেটের তালা ভেঙে মেডিকেলের ভেতরে প্রবেশের পর গেটের সামনে তাকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন কয়েকজন শিক্ষক ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানান, অযৌক্তিক কারণে অধ্যক্ষ আবুল কালামকে বদলি করা হয়েছে। তিনি একজন ভালো মানুষ। সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সততার জন্য তাকে ভালোবাসেন। ডেন্টাল কলেজে দুর্নীতিবাজদের কঠোর হাতে দমন করায় অসৎ ব্যক্তিরা তার শত্রু হয়ে দাঁড়ায়। তারাই ষড়যন্ত্র করে স্যারকে সরিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর ডেন্টাল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. হুমায়ুন কবিরকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে তাকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন :

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh