• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএস-বাংলা উড়োজাহাজের জরুরি অবতরণ তদন্তে কমিটি গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে নিশ্চিত হবে, কী কারণে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই বিমানটি (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার পর ঢাকা থেকে ১১ জন শিশুসহ ১৬৪ জন যাত্রী ও ৭ ক্রু নিয়ে, কক্সবাজারের উদ্দেশে রওনা করে ইউএস বাংলার ফ্লাইটটি। কক্সবাজারে নামার সময় সামনের নোজ হুইলে–যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে কক্সবাজারে না অবতরণ করে বেলা ১টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭-এইটকিউএইট উড়োজাহাজটি শাহ আমানতের রানওয়েতে সামনের চাকা ছাড়াই জরুরি অবতরণ করে। তবে যাত্রীরা নিরাপদ রয়েছেন।