• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জলবায়ু পরিবর্তনে ১৩ কোটি ৪০ লাখ মানুষ ঝুঁকিতে: বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবর্ষণের ফলে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা দেশের মোট জনগোষ্ঠীর ৪ ভাগের ৩ ভাগ।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘এশিয়া হটসপটস ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মাথুরা মানি।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো বিভাগ চট্টগ্রাম। এই বিভাগের ১০টি জেলার মধ্যে ৭টি জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকি মোকাবিলায় কোনও পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন- জলবায়ু মোকাবিলায় সরকার কাজ করছে। তবে, এ ঝুঁকি মোকাবিলায় আরও পদক্ষেপ নিতে হবে। সরকার গত ১০ বছরে অর্থনীতিতে সমৃদ্ধি এনেছে। আগামীতে সরকার আবারও ক্ষমতায় এলে দেশ উন্নত দেশে পরিণত হওয়া সহজ হবে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থ দেবে জাতিসংঘ 
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল জোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh