• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৬, ১৬:২৮

টিআর ও কাবিখা প্রকল্পে চুরি প্রসঙ্গে সাংসদসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে বক্তব্য দেয়ার ঘটনায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রীর বক্তব্যে মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য বলেন, মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচি শেষ হওয়ার পরে তথ্য মন্ত্রণালয়ের লোগো সম্বলিত একটি খাম মন্ত্রিসভার সদস্যদের টেবিলে পৌঁছে দেন তথ্যমন্ত্রী। খামের ভেতর একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যার শিরোনাম ছিল তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ। এতে তথ্যমন্ত্রী বলেন, টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।

তথ্যমন্ত্রী বলনে, আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ সকল জনপ্রতনিধিদের আন্তরকিভাবে সম্মান করি।এই সম্মান অক্ষুণ্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরকিভাবে দুঃখিত।

তথ্যমন্ত্রী এই বক্তব্য পড়ে শোনানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করছেন যে, তির ছেড়ে দিলে এবং মুখের কথা বেরিয়ে গেলে ফিরে আসে না।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এভাবে বলিনি-এটা বলার কোনো সুযোগ নেই। যখন রেকর্ড দেখাব তখন কী বলবেন?

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ২০০৯ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এক ছটাক গম খেয়েছি এ কথা কেউ বললে বা প্রমাণ করলে পদত্যাগ করব। এভাবে সবাইকে চোর বানানো ঠিক হয়নি।

রোববার ঢাকায় পল্লি র্কমসহায়ক ফাউন্ডেশনের এক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী টিআর-কাবিখা নিয়ে কথা বলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh