• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অসুস্থ সৈয়দ আশরাফকে ৯০ দিনের ছুটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৭

গুরুতর অসুস্থ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ৯০ দিনের ছুটি দিয়েছে জাতীয় সংসদ। আজ মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হবে।

সৈয়দ আশরাফের পক্ষে সংসদে তার ছুটির আবেদন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ছুটির আবেদনটি সংসদকে পড়ে শুনান। এরপর তা হ্যাঁ, না ভোটে দিলে হ্যাঁ ভোটে তার ছুটির আবেদনটি জয়ী হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত সংসদে এরকম ৫ জন ছুটি নিয়েছেন বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকালও তার একটি অস্ত্রোপচার হয়েছে।