• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাস্তা দখল করে ভবন, ভাঙা হলো শান্তিনগরের সেই গ্রিনল্যান্ড প্লাজা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১

রাস্তার জায়গা দখল করে ও নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর শান্তিনগরে অভিযান চালানোর পর ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

শান্তিনগর বাজার রোডের ১৩/১৭ নং গ্রিনল্যান্ড প্লাজা নামের বাণিজ্যিক কাম আবাসিক ভবনটি রাস্তার আট ফুট জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। একইসঙ্গে রাজউক থেকে পাঁচতলা নির্মাণের অনুমোদন দেয়া হলেও নির্মাণ করা হয়েছে আটতলা ভবন।

দুদক বলছে, দখল করে নকশা বহির্ভূতভাবে নির্মিত অবৈধ ভবন ভাঙা হয়েছে। দুদকের সহায়তায় গতকাল রাজউকের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অংশ ভাঙার জন্য রাজউক ভবনের মালিককে নোটিশ প্রদান করেছে।

এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ভবন নির্মাণে অনিয়মের উৎস দুর্নীতি। দুদক এ অনিয়মের উৎসমূলে আঘাত করার জন্য এসব অভিযানে সহায়তা দিচ্ছে। এছাড়া দুদক এসব দুর্নীতির সঙ্গে দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

এর আগে গত জুনে ওই ভবনে অভিযান চালায় দুদক। অভিযান ভবন নির্মাণ নিয়ে নানা অনিয়ম পায়।

আরও পড়ুন :

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বেনজীর ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
X
Fresh