• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওয়ার্ল্ড স্কিল বাংলাদেশের লোগো উন্মোচন প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০

ওয়ার্ল্ড স্কিল বাংলাদেশের লোগো উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে তার তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে নিয়মিত সভার আয়োজন করা হয়।

সভায় ওয়ার্ল্ড স্কিল বাংলাদেশের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীকে লোগো সংবলিত ক্রেস্ট উপহার দেন।

২০১৯ সালের আগস্টে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন। ওই বছরের ২২ থেকে ২৭ আগস্ট এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এ লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল-এনএসডিসি) এ বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করার কথা বলেছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ জানিয়েছে, প্রতিযোগিতায় আইটি সফটওয়্যার সলিউশন ফর বিজনেস ইনফরমেশন নেটওয়ার্ক কেব্‌লিং এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে অংশগ্রহণ করা যাবে।

প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দেশের নিজস্ব লোগো আছে। বাংলাদেশও তার নিজস্ব লোগো উম্মোচন করলো।

আজকের মন্ত্রিসভার সভার বৈঠকে উপস্থিত আছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হকসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
X
Fresh