• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পরিবেশ দূষণে বাংলাদেশের বছরে ক্ষতি ৫৪ হাজার কোটি টাকা: বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪

পরিবেশ দূষণের কারণে বাংলাদেশের প্রতিবছর ক্ষতি হচ্ছে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৪ হাজার কোটি টাকা। দেশের মোট জিডিপি প্রবৃদ্ধির যা ৩ দশমিক ৪ শতাংশ।

বিশ্বব্যাংকের করা বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।

যেখানে বলা হয়, পরিবেশ দূষণের কারণে বৈশ্বিকভাবে যতগুলো দেশ ব্যাপক ক্ষতির শিকার, তার মধ্য বাংলাদেশ অন্যতম। এই দূষণের কারণে বছরে আর্থিক ক্ষতি হয় ৫২ হাজার কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে যেসব মানুষ মারা যায় তার ১৬ শতাংশ পরিবেশ দূষণের কারণে। যেখানে বাংলাদেশে এ হার ২৮ শতাংশ।

সংস্থাটি জানায়, ২০১৫ সালে বাংলাদেশের শহর অঞ্চলে ৮০ হাজার মানুষ পরিবেশ দূষণের কারণে মারা যান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পার্লকার প্রমুখ।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
X
Fresh