• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকে গুজব ঠেকাতে নতুন পরিকল্পনা সরকারের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য একটি গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র গঠন হচ্ছে। চলতি মাসের শেষের দিকে এটি গঠন করা হবে। বললেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ৩ ঘণ্টার মধ্যে গণমাধ্যমকে জানানো হবে। এজন্য গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র কাজ করবে। প্রতিটি টিম ৭ জনের তিন শিফটে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা গুজবের কারখানা হয়ে যায়। এই মাধ্যমের প্রতি আসক্তের কারণে একটি প্রজন্ম যাই আসুক সত্য বলে ধরে নেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে, প্রয়োজন হলে নিমকোতে বেশ কিছু তরুণ লোকবল আছে, তাদেরকে ইনক্লুড করে একটি টিম করবো, যারা ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় নজরদারি করবে।