• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনের সময় সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে: বিজিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২১

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন- নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে। সীমান্ত সুরক্ষিত ও শান্তিপূর্ণ রাখতে ভারত ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

আজ সোমবার বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন-নির্বাচনকালীন সময়ে র‌্যাব, পুলিশের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করতে বিজিবি প্রস্তুত আছে। নির্বাচনের সময় সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করতে দুই ভাগে ভাগ হয়ে যাবে বিজিবি। তাই সীমান্তে যাতে কোনও সমস্যা না হয় এ জন্যই দুই দেশের দুই বাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়েছে।

বিজিবি প্রধান আরও বলেন-নির্বাচনের সময় অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান যাতে না হয়, সেজন্য বিজিবি গত তিন মাস ধরে কাজ করছে। নির্বাচনের মহড়া হিসেবেই বিজিবি এসব কাজ করছে।

তিনি আরও বলেন-নির্বাচনের সময় বিজিবির রুটিন কাজ ছাড়া বাকি কার্যক্রম বন্ধ রাখবে সীমান্তরক্ষায় নিয়োজিত এই বাহিনী।

দুর্গম পার্বত্য সীমান্তে ভারতের তল্লাশি চৌকি থাকলেও বাংলাদেশের অংশগুলোতে সে ব্যবস্থা নেই বলে জানান বিজিবি মহাপরিচালক।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh