• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রমনায় কাউন্সিলরের কার্যালয়ের নিচেই অবৈধ দোকান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৬

রাজধানীতে দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের নিচেই রয়েছে অবৈধ চায়ের দোকান। অফিসে ঢোকার গেইটের সামনে লম্বা টুল বসিয়ে চা বিক্রি চলছে। চায়ের দোকানের ঠিক উপরেই সাইনবোর্ডে লেখা ১৯ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রধান কার্যালয়।

বৃহস্পতিবার রমনা মডেল থানার বিপরীতে শপিং মার্কেটের নিচে এ চিত্র দেখা যায়।

কাউন্সিলরের কার্যালয়ের নিচে দোকানটিতে চা, বিস্কিট, সিগারেটসহ শুকনো খাবার বিক্রি করা হয়। দোকানটি পরিচালনা করেন রতন নামে একজন ব্যবসায়ী।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, দোকান মালিক সমিতির সভাপতির কাছ থেকে কয়েক বছর আগে তিন লাখ টাকা অগ্রিম ও মাসিক ৬ হাজার টাকা ভাড়ায় দোকানটি নেয়া হয়। দোকানটিতে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা করেন তিনি।