• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৭৫০ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১

৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পিএসসি)।

ফল অনুসারে, এই পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন পাস করেছেন।

বৃহস্পতিবার পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, এই পরীক্ষার বিজ্ঞাপন ৮ এপ্রিল ২০১৮ তারিখে প্রকাশিত হয়। ফলাফল কমিশনের ওয়েবসাইটে(www.bpsc.gov.bd)পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে PSC39Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।