• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫

চাঁদাবাজির একটি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করেন মিরপুর থানা-পুলিশ।

মিরপুর থানার ডিউটি অফিসার এএসআই রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুলাল নামের এক ব্যক্তি গতকাল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মোজাম্মেল হক চৌধুরীকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

যাত্রী কল্যাণ সমিতি দেশের পরিবহন সেক্টর নিয়ে কাজ করছে। সড়ক দুর্ঘটনা, গণপরিবহনের নানা অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে আসছে সংগঠনটি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
X
Fresh