• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাল ভিসায় মানব পাচার, আটক ৯

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জাল ভিসা তৈরি করে ও মানবপাচারের দায়ে ৯ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিকুঞ্জ-২ এর ১০ নং রোডের ১০ নম্বর বাড়ির ৫ম তলা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে সিআইডি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন; শরীফুল ইসলাম সজীব, গোলাম মোস্তফা, মোকলেছুর রহমান, আসাদুল হক, আলতাফ হোসেন ওরফে রাজীব, আসাদুজ্জামান বাবু ওরফে আজীজ, আব্দুল কাদের সরকার ওরফে নুরন্নবী ওরফে রতন, আবুল কালাম আজাদ ওরফে হাসান ওরফে বুলেট ও জাহাঙ্গীর আলম।

এসময় আটককৃতদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট, যার মধ্যে ৯টি জাল ভিসাসহ। ১০টি বিভিন্ন দেশের জাল ডিমান্ড লেটার, ২টি সিল, ৭ লাখ ৯৫ হাজার টাকা, বিভিন্ন যাত্রীদের নামের তালিকা ও যাত্রীর নিকট হইতে জমাকৃত টাকার রেজিস্টার, মনিটরও বিভিন্ন মডেলের মোবাইল জব্দ করা হয়।