• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৭

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন- জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা করছে দেশটি।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মার্শা বার্নিকাট বলেন- জাতিসংঘের সাধারণ অধিবেশন ও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতির পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকটকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে।

এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন- বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে। বাংলাদেশ সরকারও এমন নির্বাচন চায় বলেও আমি মনে করি।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh