• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চলতি সপ্তাহেই জাবালে নূরের মালিকসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট

আরটিভি অনলাইন রিপোর্ট:

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২

রাজধানীতে জাবালে নূর বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়া হবে। জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন।

সোমবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

আবদুল বাতেন বলেন, অন্য পাঁচ আসামি হলেন মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ নামের তিনজন বাসচালক, এনায়েত ও রিপন নামের দুই বাসচালক সহকারী। তাদের মধ্যে কারাগারে আছেন চারজন। পলাতক আছেন দুজন। এই সপ্তাহে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির ফলে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থী নিহত হন।

নিহতরা হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব এবং একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গাড়ি ভাংচুর এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে।

আরও পড়ুন :

আরসি/কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিএনপি নেতা হাবিব কারাগারে
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh