• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খালেদার সাজা মওকুফ নির্ভর করছে রাষ্ট্রপতির ক্ষমার ওপর : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৭

বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে গ্রেপ্তার হননি। তিনি দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছেন। এ মামলা আমাদের দেয়া নয়। এটা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা হয়। বেগম জিয়ার মুক্তি আদালতের ওপর অথবা রাষ্ট্রপতির ক্ষমার ওপর নির্ভর করে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ(রোববার) বিকেলে বিমসটেক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মামলা ১০ বছর ধরে চলে। ১৫৪ বার হাজিরা দেননি। বেগম জিয়াকে কেন তার আইনজীবী নির্দোষ প্রমাণ করতে পারেননি। এখানে আমাদের দোষ দিয়ে লাভ কি। তারা নির্বাচন করবে কী করবে না তা তাদের উপর নির্ভর করে। নির্বাচনের যাওয়া আসা তাদের ওপর নির্ভর করে।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে। সে অনুসারে তারা রোহিঙ্গাদের নিয়ে যাবেন।