• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা সমস্যা নিয়ে দুইদিনের আন্তর্জাতিক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ সেমিনারটি আয়োজন করেছে।

সম্মেলনের কৌশলগত অংশীদার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল, ব্রুনেই, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

আজ শনিবার বেলা সাড়ে তিনটায় ‘রোহিঙ্গা: পিলিটিকস, এথনিক ক্লিনজিং অ্যান্ড আনসারটেইন্টি’ শিরোনামে এই আন্তর্জাতিক সেমিনার শুরু হবে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সেমিনার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব হংকংয়ের সহযোগী অধ্যাপক মিজ কেলি লপার।
-------------------------------------------------------
আরও পড়ুন : শিশুদের ঘাড়ে পা দিয়ে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফায়দা নিতে চেয়েছিল: প্রধানমন্ত্রী
-------------------------------------------------------

শুক্রবার ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছিল।

পরদিন রোববার বেলা তিনটায় হবে সমাপনী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আবুল বারাকাত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পাপাকিসমা সিলা।

ইউএনএইচসিআরের প্রতিনিধি একটি সেশন মডারেট করবেন। শেষ দিনের অনুষ্ঠানের প্যানেল আলোচনায় তারা অংশ নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের ফ্রেমওয়ার্ক ব্যাখা করবেন। সম্মেলনে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলল আজ
প্রচণ্ড তাপপ্রবাহে আইনজীবীদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা
X
Fresh