• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমসটেক সম্মেলন

সন্ত্রাস মোকাবিলায় জিরো টলারেন্স নীতি বাংলাদেশের : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১৭:৫৯

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সন্ত্রাসবাদ, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের প্রধান শত্রু। বাংলাদেশের ভুখণ্ড ব্যবহার করে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না। জিরো জিরো টলারেন্স নীতির মাধ্যমে বাংলাদেশ সফলভাবে সন্ত্রাস মোকাবিলা করতে পেরেছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য চতুর্থ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কাঠমান্ডুতে বিমসটেক সম্মেলনে আঞ্চলিক সম্পর্ক জোরদারে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আঞ্চলিক উন্নয়নে পারষ্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার ওপর উন্নয়ন নির্ভর করে। ক্ষুধা-দারিদ্র্য, নিরক্ষরতা দূরীকরণসহ বৈষম্যহীন সুষম উন্নয়ন নীতি নিয়ে কাজ করছে বাংলাদেশ।
-------------------------------------------------------
আরও পড়ুন : অন্তর্বর্তীকালীন সরকারের আকার প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর: তোফায়েল
-------------------------------------------------------