• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার ৬মাসের জামিন বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১৪:৩৪

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তকিত বক্তব্য দেয়ার দায়ে নড়াইলে মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছয় মাসের জামিন বহাল করেছেন চেম্বার আদালত।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন।

এ আদেশের ফলে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়, যা ১ অক্টোবর শুরু হবে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।