• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ইভিএমের বিরোধিতা করে সভা ছাড়লেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১২:২১

ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিরোধিতা করে 'নোট অব ডিসেন্ট' (আপত্তিপত্র) দিয়ে নির্বাচন কমিশনের সভা বর্জন করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার বেলা ১১টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশন।

সভা শুরুর ১০ মিনিট পর বের হয়ে ইভিএমের বিপক্ষে মত দিয়ে চিঠিপত্র শাখায় ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন মাহবুব তালুকদার।

সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বিকেল তিনটার গণমাধ্যমে কথা বলবেন বলে জানান।