• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২১ আগস্ট গ্রেনেড হামলা : বাবরের খালাস চাইলেন তার আইনজীবী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ২২:০৭

সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাসহ কোনও কর্মকাণ্ডে জড়িত নন। তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এ মামলায় আসামি হিসেবে সংযুক্ত করা হয়েছে। এ দাবি করে তার বেকসুর খালাস চেয়েছেন তার আইনজীবী।

আজ(বুধবার) আদালতে যুক্তি উপস্থাপনের পর শেষ বক্তব্যে এই বিএনপির নেতার খালাস দাবি করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে যুক্তি উপস্থাপনে শেষ দিন ছিলো আজ। অষ্টম দিনের মত শুনানির মধ্য দিয়ে আসামিপক্ষের পৃথক পৃথক যুক্তি উপস্থাপন শেষ হয়।

আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর আইনি পয়েন্টে উভয়পক্ষের যুক্তি উপস্থাপনের দিন ঠিক করে দেন আদালত।