• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চাকরিতে প্রবেশে বয়স বাড়ালে আপত্তি নেই: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ১৭:৪২

সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আপত্তি নেই। তবে সেটা বর্তমান সরকারের মেয়াদে হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।

মুহিত বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে তাতে আপত্তি নেই। তবে আমার মনে হয় নির্বাচনের আগে কোনও পরিবর্তন হবে না।

আগামী ডিসেম্বরে নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর। আর অবসরের বয়স ৫৯ বছর।

নির্বাচনের আগে চাকরি থেকে অবসরের বয়স বাড়ছে না বলেও ইঙ্গিত দেন মুহিত।

-------------------------------------------------------
আরও পড়ুন : আ.লীগ সভাপতির গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগ নেতার
-------------------------------------------------------

অর্থমন্ত্রী বলেন, (অবসরের) বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল, আমি প্রস্তাবও দিয়েছিলাম, হয়নি।

আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ বছর ছিল। ১৯৯১ সালের মাঝামাঝি সময়ে তা বাড়িয়ে ৩০ বছর করা হয়। এরপর ২০১১ সালের ডিসেম্বরে সরকারি চাকরিতে অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। আর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স এক বছর বাড়িয়ে ৬০ বছর করা হয়।

গত কয়েক বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশে বয়সের সীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সরকারি সূত্র বলছে, এরইমধ্যে বয়স ৩০ থেকে বাড়ানোর প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। তবে তা ৩২ হবে নাকি ৩৫ হবে তা এখনও নিশ্চিত জানা যায়নি।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, নেবে একাধিক লোকবল
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন করবেন যেভাবে
X
Fresh