• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আলোকচিত্রী শহিদুল আলমের জামিনের শুনানি আগামী সপ্তাহে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ১৭:২৫

আলোকচিত্রী শহিদুল আলম জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি আগামী সপ্তাহে হবে।

বুধবার (২৯ আগস্ট) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও খন্দকার দিলীরুজ্জামানের হাটকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

শহিদুল আলমের পক্ষে আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া।

-------------------------------------------------------
আরও পড়ুন : চাকরিতে প্রবেশে বয়স বাড়ালে আপত্তি নেই: অর্থমন্ত্রী
-------------------------------------------------------

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।

এই ঘটনার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট তাকে রিমান্ডে নেয় পুলিশ।সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্নআদালত।

এ মামলায় ৬ আগস্ট সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য রাখেন। শুনানির এ তারিখ এগিয়ে আনতে ১৯ আগস্ট আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। পরে ২৬ আগস্ট অন্তর্বর্তীকালীন জামিন চাইলে ওই আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি। এ অবস্থায় গতকাল হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।

আরসি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের পাশে সরকারবিরোধী ‘সুশীল সমাজ’ 
X
Fresh