• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১০ ঘণ্টায় ৮০০ জামিনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ২৩:৩৯

ঈদের আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের(সিএমএম) আদালতে দুই কার্যদিবসে ১০ ঘণ্টায় ৮০০ অভিযুক্তের জামিন মঞ্জুরের ঘটনা আইন মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।

এদিন একটি গণমাধ্যমে প্রকাশিত ‘সিএমএম আদালতে ২ দিনে ৮০০ জনের জামিন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ১০ ঘণ্টায় ৮০০ জনের জামিনের মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ঢাকার সিএমএম আদালতে ঈদের আগে শেষ দুই কার্যদিবসে। আরও বলা হয়, এই সময়ে আবেদন করা শতকরা ৮৫ জনই জামিন পেয়েছেন।

ঢাকা জজ কোর্টের আইনজীবী মনজুর আলম মনজু বলেন, ঈদ উল আজহা উপলক্ষে মামলার মেরিট বিবেচনা করে সিএমএমের অনেক আসামির জামিন মঞ্জুরের বিষয়টা সত্য।