• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সড়কে শৃঙ্খলা আনতে ১৮ দফা সিদ্ধান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ২৩:০৮

জাতীয় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ১৮ দফা সিদ্ধান্ত নেয়া হয়েছে। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৪২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ(সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীতে চলাচলকারী সব বাসে রঙ করাসহ সৌন্দর্যবর্ধন এবং ১৮ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে জাতীয় সড়ক ও মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, লেগুনা চলাচল বন্ধ এবং এসব যানবাহনের খুচরা যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ, বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার নির্ধারণ, বাসের কন্ট্রাক্ট সার্ভিস বন্ধ, গাড়িতে স্টিকার, ফ্লাগ স্ট্যান্ড, মনোগ্রাম, অননুমোদিত বীকন লাইট জ্বালানো বন্ধ করাসহ ১৮ দফা সিদ্ধান্ত গৃহীত হয়।
-------------------------------------------------------
আরও পড়ুন : ৮৫ ভাগ নারী পোশাক শ্রমিক যৌন হয়রানির শিকার: সজাগ
-------------------------------------------------------