• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লালবাগের প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৮, ০৮:২০

রাজধানীর লালবাগের আলিঘাটে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার পরে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্লাস্টিকের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ জানান, ঈদের কারণে কারখানাটি বন্ধ ছিল। প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কারখানার পাশে বেশ কয়েকটি বাসা পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল।

এদিকে আগুনের পরপরই লালবাগ, ইসলামবাগ, আলিরঘাট এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh