• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য সরানোর চ্যালেঞ্জ দক্ষিণ মেয়রের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৮, ১৭:০৬
প্রতীকী ছবি

পশু কুরবানির ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে বর্জ্য সরানোর চ্যালেঞ্জ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি এ চ্যালেঞ্জের কথা জানান।

তিনি বলেন, আমরা গত তিন বছর কুরবানির পশুর বর্জ্য অপসারণ করেছি। আপনাদের সহায়তায় এবারও আমরা নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারবো। সিটি করপোরেশনের জন্য এটি একটি চ্যালেঞ্জ।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কুরবানির জন্য ৬০২টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে পশু জবাই করতে সবার প্রতি আহ্বান জানান মেয়র।

তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, নির্ধারিত স্থানে পশু কুরবানি করুন। তাহলে বর্জ্য অপসারণ করা সহজ হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ২২ আগস্ট বাংলাদেশের মুসলিমরা পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করবেন।

মেয়র সাঈদ খোকন জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএসসিসির ৫ হাজার ২০০ পরিচ্ছন্নতা কর্মী এবার মাঠে থাকবেন। গতবারের মতো এবারও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় দুই লাখ ব্যাগ সরবরাহ করা হবে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে এসব ব্যাগ পৌঁছে দেয়া হবে। কেউ না পেলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর অফিসে বা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে যোগাযোগ করবেন।

ঈদের দিন দুপুর ২টায় মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর থেকে শুরু হবে কুরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh