• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ২৩:২০

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষারকারী বাহিনী তদন্ত করছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহর অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত তার নিরাপত্তা নিশ্চিত করে। ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে মার্কিন দূতাবাস সন্তোষ প্রকাশ করেছে।

------------------------------------------------------------------
আরও পড়ুন : ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত
------------------------------------------------------------------

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি বহরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বাংলাদেশ নিন্দা জানায়। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত সব কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

গত ৪ অগাস্ট শনিবার মোহাম্মদপুরের ইকবাল রোডে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আলোচনা শেষে তিনি বাড়ি থেকে বের হওয়ার পথে রাষ্ট্রদূতের গাড়ি হামলার শিকার হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিটার হাসের সঙ্গে জি এম কাদেরের ঘণ্টাব্যাপী বৈঠক
সিঙ্গাপুর গেলেন পিটার হাস
হঠাৎ পিটার হাসের সঙ্গে মঈন খানের সাক্ষাৎ
নির্বাচন সুষ্ঠু না হলেও একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : পিটার হাস
X
Fresh