• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাফিক সপ্তাহে ৫ কোটি টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ১৯:০০

ট্রাফিক সপ্তাহের ১০ দিনের অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক আইন ভঙ্গের কারণে প্রায় ৫ কোটি টাকা জরিমানা করেছে। এছাড়াও মোট মামলা হয়েছে ৮৮ হাজার ২৯৩ টি।

রাজধানীসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের শৃঙ্খলা ফেরাতে ১০দিন এ অভিযান চলে। ৫ আগস্ট রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ট্রাফিক সপ্তাহ সফল করতে স্কাউট ও পুলিশ সদস্যরা এক সঙ্গে কাজ করেছেন। ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের নেতৃত্বে ট্রাফিক সপ্তাহ চলাকালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। মামলা এবং জরিমানা করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ণ, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।