• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জেলা প্রশাসক সম্মেলন ২৬ জুলাই

অনলাইন ডেস্ক
  ২৪ জুলাই ২০১৬, ১৭:০২

চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলন শুরু হবে ২৬ জুলাই, মঙ্গলবার থেকে। চার দিনের এ সম্মেলনে ১৮টি কার্য-অধিবেশনে ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।

ওই দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে যে সব চ্যালেঞ্জ মোকাবেল করেন সেগুলো ও বিদ্যমান সম্ভাবনা নিয়ে সম্মেলনে আলোচনা হবে। মন্ত্রী, উপদেষ্টা, সচিবদের উপস্থিতিতে দিক বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের জেলা প্রশাসক সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিভাগীয় কমিশনার ও ডিসিরা যেসব প্রস্তাব করেছেন, সেগুলো নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।

তিনি বলেন, ডিসিরা মাঠ পর্যায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেগুলো ছাড়াও বিদ্যমান সম্ভাবনা সম্পর্কে মন্ত্রী, উপদেষ্টা, সচিবদের উপস্থিতিতে আলোচনা করে চ্যালেঞ্জ মোকাবেলয় দিক নির্দেশনা পাবেন।

এবার ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

জানিয়ে তিনি বলেন, সবচে বেশি, ২৭টি প্রস্তাব এসেছে ভূমি মন্ত্রণালয় বিষয়ে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত ২৫টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh