• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গোয়েন্দা প্রধানদের কারণেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র সফল হয়েছিল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৮, ১৩:১০

গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার কারণেই জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়েছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, ষড়যন্ত্রকারীরা সে সময়কার গোয়েন্দা সংস্থার পুরোপুরি সহযোগিতা পেয়েছিল। তাই, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি যুক্তদের পাশাপাশি নেপথ্যে থাকা তৎকালীন গোয়েন্দা কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

যুদ্ধাহত ওয়ারেন্ট অফিসার (অব:) মোখলেছুর রহমান জানান, দেশের মানুষের প্রতি জাতির জনকের আস্থা ছিল প্রবল। তিনি বাঙালি জাতিকে এতটা বিশ্বাস করতেন, উনাকে কেউ হত্যা করতে পারে এটা তার বিশ্বাসই ছিল না।

মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তৎকালীন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে বঙ্গবন্ধুর বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ব্যক্তি বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, উনার সবচে বড় ব্যবহারটা ছিল তুই, তুমি বলা। তুই, তুমির যে ব্যবহারটা এটা আমাদের কাছে খুব ভালো লাগতো।