• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চাঁদ দেখা গেছে, ঈদ ২২ আগস্ট বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৮, ১৯:২৬

আজ রোববার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২২ আগস্ট, বুধবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদ্‌যাপিত হবে।

ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ উল আজহা উদযাপিত হয়।

আজ সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

হজরত ইবরাহিম (আ.) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করে থাকেন। পশু কুরবানির কারণে এই ঈদ সাধারণ মানুষের কাছে কুরবানির ঈদ বলেই পরিচিত।

-------------------------------------------------------
আরও পড়ুন : ১৫ আগস্ট উপলক্ষে ডিএমপির ট্র্যাফিক নির্দেশনা
-------------------------------------------------------

এদিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)–কে কুরবানি করতে উদ্যত হন। কিন্তু আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে ইসমাইল (আ.)–এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়।

এদিকে, শনিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটির সুপ্রিম কোর্ট রোববার আরবি জিলহজ মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছেন।

সেই হিসাবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
X
Fresh