• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ওয়ারীতে যুবলীগের তিনজনকে গুলি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৮, ০৯:১৪

রাজধানী ঢাকার ওয়ারীতে যুবলীগের তিনজন নেতাকর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে ওয়ারীর দক্ষিণ মুসন্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে তাদের আহতদের অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল (৩২), ওই ওয়ার্ডের ৩ নং ইউনিটের সভাপতি রবিন (৩০) ও যুবলীগকর্মী কাজল (৩৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে দক্ষিণ মুসন্দির একটি মাংসের দোকানে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী বসে ছিলেন। সেসময় ৫-৬ জন মুখোশধারী যুবক সেখানে এসে তিনজনের পায়ে গুলি করে চলে যায়। এই যুবলীগ নেতারাসহ কয়েকজন সেখানে এলাকার কোনো একটি বিষয় নিয়ে দুপক্ষের সঙ্গে সালিশ বৈঠক করেন। বৈঠকের পর তাদের গুলি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তিনজনই পায়ে গুলি লেগেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ওয়ারী থানার ওসি আজিজুর রহমান জানান, দক্ষিণ মুসেন্দিতে গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 
সালমান খানের বাড়ির সামনে গুলি, যা জানালেন তার ভাই
X
Fresh